সুনামগঞ্জে হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
মেহেদী হাসান মেহেদী হাসান
সুনামগঞ্জ প্রতিনিধি

পল্লীবন্ধু পরিষদের উদ্যোগে হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ই জুলাই) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী সুনামগঞ্জে পালিত হয়েছে।
এ সময় বক্তারা বলেন,গত বছরের এই দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুসেইন মুহাম্মাদ এরশাদ। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালনে জাতীয় পার্টির দলীয়ভাবে দেশব্যাপী কর্মসূচি দিয়েছে। এর অংশ হিসেবে সুনামগঞ্জে পল্লিবন্ধু পরিষদের পক্ষ থেকে এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আজ বেলা ৬টায় শহরের কোর্ট পয়েন্টের নুরুল হক ম্যানশনে এই দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন নতুন কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম।
এ সময় উপসিস্ত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র নেতা ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি শামছুর রহমান সমছু, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুর রশীদ, পল্লী বন্ধু পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব মহিম তালুকদার, পল্লী বন্ধু পরিষদের সদস্য ডা: আপ্তাব উদ্দিন, আক্কাস আলী, শাছুর রহমান শুভ, রেজাউল করিম রাহী,মাহমুদুল রনি, জাতীয় যুব সংহতির লক্ষণশ্রী ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুদ ইসলাম, দুলাল, নবীর হোসেন, সামছু ও শুকুর আলী প্রমুখ।